আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে চলেছে শীতকালীন অলিম্পিক। আসরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। সময় নেই খুব একটা। আর এরই মধ্যে রাশিয়াকে শুনতে হয়েছে হতাশার খবর। ডোপিংয়ের অভিযোগে ২০১৮ সাউথ কোরিয়া শীতকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছে দেশটিকে।
শুধুমাত্র রাশিয়া নয়, দেশটির উপ-প্রধানমন্ত্রী ভিতালী মুটকো এবং ক্রীড়া-প্রতিমন্ত্রী ইউরি নাগোরিংখকেও অলিম্পিকের সবরকম আসর থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। দেশটির অ্যাথলেটদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগে উঠেছে, অভিযোগ পেছনে রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা । তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের নিষেধাজ্ঞা দিয়েছে।
তবে রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও নিরপেক্ষভাবে দেশটির যেকোনো অ্যাথলেট আসন্ন এই গেমসে অংশ নিতে পারবেন বলে জানা যায়। অন্যদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সভাপতি টমাস বাখ মন্তব্য করেছেন, যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ পাওয়া যায়নি তারা অলিম্পিকে খেলতে পারবেন।
অন্যদিকে ভিতালি মুটকো নিষিদ্ধ হওয়ায় কড়া নজরদারির মুখে পড়েছে ২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজক কমিটিও। ২০১৮ সালে রাশিয়ায় বসছে ফুটবল বিশ্বকাপ। ঘরের মাঠে এই আসরটির প্রস্তুতি নিয়ে যখন খুবই ব্যস্ত রাশিয়া, তখনই এই দুঃসংবাদ পেল তারা। অবশেষে একপ্রকার বড় ধাক্কার সম্মুখীন হতে হল রাশিয়াকে।


























