বৃত্তির টাকা শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃত্তির সকল স্তরের এ অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে এই অধিদফতর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
এই অধিদফতরের কর্মকর্তারা জানান, বৃত্তির টাকা পেতে ৯ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হলেও সে সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। আর ২০ জানুয়ারির মধ্যেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের বিস্তারিত অধিদফতরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
জানা গেছে, শিক্ষার্থীদের বৃত্তির টাকা শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো হয়। কিন্তু বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের ভোগান্তি হওয়ায় সরাসরি জিটুপি এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়েছে। গত বছরের জুনে এ সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএসপি প্রকল্পের এমআইএস টিম এবং এসইডিপির সমন্বিত শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন টিম শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজ করেছে।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বৃত্তির টাকা ব্যাংকে পাঠাতে শিক্ষার্থীদের নিজ নিজ নামে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর। এর আগে ৯ জানুয়ারির মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হলেও সে সময় আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন অনলাইন সুবিধা সম্পন্ন যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের নিজ নামে অ্যাকাউন্ট খুলতে হবে। আর ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বাবা-মা বা আইনসঙ্গত অভিভাবকের সঙ্গে যৌথ নামে অনলাইন সুবিধা সম্পন্ন যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে ‘স্কুল ব্যাংক হিসাব’ বা অ্যাকাউন্ট খুলতে হবে।
আরো জানা গেছে, মেধা ও সাধারণ বৃত্তি, সংখালঘু ও উপজাতি উপবৃত্তি, প্রতিবন্ধি ও অটিস্টিক উপবৃত্তি ও পেশামূলক উপবৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পাঠানো হবে না। নিজ নিজ নামে যেসকল হিসাব খোলা হবে সেখানে বৃত্তির অর্থ পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

























