নগরীর টাইগারপাস এলাকা থেকে ১৫ কোটি টাকার কোকেইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব-৭)। আটককৃত ব্যক্তির নাম মো. বখতেয়ার হোসেন (৩২)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, বখতেয়ার একজন মাদক ব্যবসায়ী,বখতেয়ার রাউজান এলাকার জুইপাড়ার জাফর আহমদের পুএ।
বর্তমানে সে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হাজিপাড়া এলাক্য় থাকেন। র্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তোরেক আজিজ বলেন, ‘গোপন সূত্রে খবর পায় টাইগারপাস এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক লেনদেন করবে। এই তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়। ওই সময় এক ব্যক্তিকে ব্যাগ হাতে দাড়ানো দেখে সন্দেহ হলে তাকে আটক করি।
পরে তার ব্যাগ তল্লাশি করে ৮২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কোকেনগুলো আগ্রাবাদ থেকে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসছিল। এ ঘটনায় তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে আরও কারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার জন্য চেষ্টা চলছে বলে জানান কাজী মোহাম্মদ তারেক।
ওমেন বাংলাদেশ/বিএইচ


























