নারায়ণগঞ্জ থেকে আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জঙ্গিবাদী প্রচারপত্র, ট্রেনিং ম্যানুয়াল ও বই উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-ঠিকানা এখনো জানায়নি র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেফতার আনসার আল ইসলামের ওই সদস্য রাজধানীর রেলওয়ে থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি।


























