১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ শ্রমিকের

রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।

ওসি ইকরাম বলেন, ‘নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

এ ঘটনায় ওই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ হিসেবে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ শ্রমিকের

প্রকাশিত : ০১:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০

রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।

ওসি ইকরাম বলেন, ‘নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

এ ঘটনায় ওই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান