০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতল ফিলিস্তিন

বিজয়ীদের হাতে কাপ তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি :সংগৃহীত

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মাকরাম দাবুবের শিষ্যরা।

ম্যাচের ৩ মিনিটেই খালেদ সালেমের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। মোহাম্মদ ডারউইমের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান সালেম। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সামেহ মারাবা। মাহমুদ আবুওয়ারদার নেওয়া কর্নার কিক বুরুন্ডির খেলোয়াড়রা ক্লিয়ার করতে না পারলে বল চলে যায় মারাবার কাছে। মারাবা ট্যাপ করলে বল গোললাইনের ভেতরে গিয়ে পড়ে।

২০ মিনিটে গোল শোধ করার সুযোগ পেয়েছিল বুরুন্ডি। কিন্তু ফিলিস্তিনের গোলরক্ষক তৌফিক আবুহাম্মাদের কারণে গোলবঞ্চিত হয় বুরুন্ডি। ২৬ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে ফিলিস্তিন। খালেদ সালেমের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে আলতো টোকায় বল জালে পাঠান লাইথ খারুব। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ্বের খেলা শেষ করে ফিলিস্তিন।

বিরতির পর ৫৫ মিনিটে বুরুন্ডির ফরোয়ার্ড বেঞ্জামিন গাসোংগো গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। এ সময় কর্নার পায় বুরুন্ডি। কর্নার থেকে বল পেয়ে আসমান দিকুমানাকে পাস দেন ব্লানচার্ড গাবোনজিজার। দিকুমানার নেওয়া শট জালে জড়ায়। বাকি সময়ে আরো বেশি কিছু সুযোগ তৈরি করে তারা। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই কাঙ্খিত গোলের দেখা পায়নি বুরুন্ডি।

আগের আসরের ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছিল ফিলিস্তিন।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

দক্ষিণ কোরিয়া সফরে পিট হেগসেথ

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতল ফিলিস্তিন

প্রকাশিত : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মাকরাম দাবুবের শিষ্যরা।

ম্যাচের ৩ মিনিটেই খালেদ সালেমের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। মোহাম্মদ ডারউইমের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান সালেম। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সামেহ মারাবা। মাহমুদ আবুওয়ারদার নেওয়া কর্নার কিক বুরুন্ডির খেলোয়াড়রা ক্লিয়ার করতে না পারলে বল চলে যায় মারাবার কাছে। মারাবা ট্যাপ করলে বল গোললাইনের ভেতরে গিয়ে পড়ে।

২০ মিনিটে গোল শোধ করার সুযোগ পেয়েছিল বুরুন্ডি। কিন্তু ফিলিস্তিনের গোলরক্ষক তৌফিক আবুহাম্মাদের কারণে গোলবঞ্চিত হয় বুরুন্ডি। ২৬ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে ফিলিস্তিন। খালেদ সালেমের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে আলতো টোকায় বল জালে পাঠান লাইথ খারুব। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ্বের খেলা শেষ করে ফিলিস্তিন।

বিরতির পর ৫৫ মিনিটে বুরুন্ডির ফরোয়ার্ড বেঞ্জামিন গাসোংগো গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। এ সময় কর্নার পায় বুরুন্ডি। কর্নার থেকে বল পেয়ে আসমান দিকুমানাকে পাস দেন ব্লানচার্ড গাবোনজিজার। দিকুমানার নেওয়া শট জালে জড়ায়। বাকি সময়ে আরো বেশি কিছু সুযোগ তৈরি করে তারা। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই কাঙ্খিত গোলের দেখা পায়নি বুরুন্ডি।

আগের আসরের ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছিল ফিলিস্তিন।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান