রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর গুলিতে সাহিদা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাহিদা ওয়ারী লালমনি স্ট্রিট এলাকায় থাকেন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ গৃহবধূ সাহিদার স্বামী শরিফ উদ্দিন জানান, রাতে সাহিদা ও এক নারী আত্মীয়কে নিয়ে টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে বাসায় ফিরছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তাদের আটক করে সাহিদার গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাহিদা চিৎকার করলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। সেই গুলি সাহিদার ডান পায়ে লাগে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।


























