১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নগরবাসীকে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারব।

নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে সরকারপ্রধান বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিভিন্ন দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না।

এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নগরবাসীকে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারব।

নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে সরকারপ্রধান বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিভিন্ন দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না।

এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান