ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিনে ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ২১৩ রানের জবাবে আজ শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করছে ইস্ট জোন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)
ওয়ালটন সেন্ট্রাল জোন : ২১৩/১০
ইসলামী ব্যাংক ইস্ট জোন : ১৬২/১ (৪১ ওভারে)।
১৫০ রান পেরিয়ে ইস্ট জোন :
তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে ভর করে ১৫০ রান পেরিয়েছে ইস্ট জোন। তামিমের ৯৩ ও মুমিনুলের ৩৭ রানের ইনিংসে ভর করে ইস্ট জোনের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬২ রান। দ্বিতীয় উইকেটে তারা দুজন ১০১ রান সংগ্রহ করেছেন।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইস্ট জোন ১২৬/১ :
প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে ইস্ট জোন। মাত্র ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১২৬ রান। ওয়ালটন সেন্ট্রাল জোনের চেয়ে ৮৭ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে আছেন তামিম ইকবাল ৭২ রান নিয়ে। তার সঙ্গে আছেন অধিনায়ক মুমিনুল হক ২৫ রান নিয়ে। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৬৪ রান সংগ্রহ করেছেন। তার আগে তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬২ রান তুলে ফিরেন পিনাক ঘোষ। ২৬ রান করে আউট হওয়া পিনাকের উইকেটটি নিয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের শুভাগত হোম চৌধুরী।
তামিম ইকবালের ৪১তম ফিফটি :
প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৪১তম ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল। আজ শনিবার ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। ২৭তম ওভারে শহীদুল ইসলামকে বাউন্ডারি হাঁকিয়ে ৪৭ থেকে ৫১ রানে পৌঁছান তিনি। ৭ চারে ৭৪ বলে অর্ধশত রান স্পর্শ করেন তিনি।
পিনাক ঘোষকে ফেরালেন হোম :
উদ্বোধনী জুটিতে ৬২ রান সংগ্রহ করেন তামিম ইকবাল ও পিনাক ঘোষ। ১৫.২ ওভারের মাথায় পিনাক ঘোষকে ফেরান ওয়ালটন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। ৫০ বল খেলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করে যান।
১১ ওভারেই ৫১ রান :
ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ২১৩ রানের জবাবে ইস্ট জোন ব্যাট করতে নেমে ১১ ওভারেই তুলে নিয়েছে ৫১ রান। ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন তামিম ইকবাল ও পিনাক ঘোষ। তামিম ২৭ বল খেলে ৬ চারে করেছেন ৩২ রান। আর পিনাক ৪০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ১৭ রান।
১৫ মিনিট আগে শুরু দ্বিতীয় দিন :
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছে শুক্রবার। প্রথম রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিন ওয়ালটন সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে।
জবাবে ইস্ট জোন ব্যাট করতে নেমে ২ বল খেলার পরই আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়। সেখান থেকে আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























