০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন কেনিন

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠে ২১ বছর বয়সী সোফিয়া কেনিন বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমি পাঁচ বছর বয়স থেকে গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখে আসছি। এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি।’

আর প্রথম চেষ্টায় বাজিমাত করে বসলেন যুক্তরাষ্ট্রের এ নারী টেনিস তারকা। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা নিজের করে নিলেন সোফিয়া কেনিন। হারিয়েছেন তার থেকে ৫ বছরের বড় স্পেনের গার্বিনে মুগুরুসাকে। ৪-৬, ৬-২, ৬-২ গেমে ম্যাচটি জিতে নিয়েছেন কেনিন।

২৬ বছর বয়সী মুগুরুসা অভিজ্ঞ হিসেবে ফাইনাল খেলেন। এর আগে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল এ স্প্যানিশ নারী টেনিস তারকার। ২০১৭ সালে উইম্বলডন জেতার পর যদিও আর ফাইনালে ওঠা হয়নি মুগুরুসার। এদিকে কেনিনের হাত ধরে ২০০৫ সালের পর উইলিয়ামস বোনদের বাইরে কোনো আমেরিকান নারী টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলো। তাও এর আগে মাত্র ৩টি ডব্লিউটিএ শিরোপা জেতার রেকর্ড ছিল কেনিনের।

মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত শনিবারের ফাইনালে ২-১ সেটে জয়লাভ করেন কেনিন। হার দিয়ে ফাইনাল শুরু করেন ২১ বছর বয়সী এ তারকা। তবে পরের দুই সেটে সহজে জিতে শিরোপার ছোঁয়া পান কেনিন।

শিরোপা জিতে কেনিন বলেন, ‘বড় কোনো শিরোপা জেতার পর এটা আমার প্রথম কিছু বলা। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এ অনুভূতি প্রকাশ করতে পারবো না। এটা খুবই আবগঘন মুহূর্ত’ আমার জন্য।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন কেনিন

প্রকাশিত : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠে ২১ বছর বয়সী সোফিয়া কেনিন বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমি পাঁচ বছর বয়স থেকে গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখে আসছি। এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি।’

আর প্রথম চেষ্টায় বাজিমাত করে বসলেন যুক্তরাষ্ট্রের এ নারী টেনিস তারকা। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা নিজের করে নিলেন সোফিয়া কেনিন। হারিয়েছেন তার থেকে ৫ বছরের বড় স্পেনের গার্বিনে মুগুরুসাকে। ৪-৬, ৬-২, ৬-২ গেমে ম্যাচটি জিতে নিয়েছেন কেনিন।

২৬ বছর বয়সী মুগুরুসা অভিজ্ঞ হিসেবে ফাইনাল খেলেন। এর আগে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল এ স্প্যানিশ নারী টেনিস তারকার। ২০১৭ সালে উইম্বলডন জেতার পর যদিও আর ফাইনালে ওঠা হয়নি মুগুরুসার। এদিকে কেনিনের হাত ধরে ২০০৫ সালের পর উইলিয়ামস বোনদের বাইরে কোনো আমেরিকান নারী টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলো। তাও এর আগে মাত্র ৩টি ডব্লিউটিএ শিরোপা জেতার রেকর্ড ছিল কেনিনের।

মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত শনিবারের ফাইনালে ২-১ সেটে জয়লাভ করেন কেনিন। হার দিয়ে ফাইনাল শুরু করেন ২১ বছর বয়সী এ তারকা। তবে পরের দুই সেটে সহজে জিতে শিরোপার ছোঁয়া পান কেনিন।

শিরোপা জিতে কেনিন বলেন, ‘বড় কোনো শিরোপা জেতার পর এটা আমার প্রথম কিছু বলা। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এ অনুভূতি প্রকাশ করতে পারবো না। এটা খুবই আবগঘন মুহূর্ত’ আমার জন্য।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান