০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ভারতের দুই ওপেনারের ওয়ান ডে অভিষেক

ঢাকা : পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজে নামছে কোহলি অ্যান্ড কোং৷ বুধবার সেডন পার্কে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ইনিংস শুরু করবেন নতুন ওপেনিং জুটি৷ এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হতে চলেছে পৃথ্বী শ-এর৷ মুম্বইয়ের এই তরুণের ওপেনিং পার্টনার ময়াঙ্ক আগরওয়াল৷ দু’জনেরই ওয়ান ডে অভিষেক হবে বুধবার।

চোটের জন্য রোহিত শর্মা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দলে এসেছেন ময়াঙ্ক৷ চোটের জন্য নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের৷ তাঁর পরিবর্তে ওয়ান ডে দলে আগেই জায়গা পেয়েছিলেন পৃথ্বী৷ বুধবার পৃথ্বী ও ময়াঙ্ক ভারতীয় ইনিংস শুরু করবেন৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়ে দেন বিরাট কোহলি৷ প্রথম ম্যাচে ওপেনিং জুটি নিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, ‘আগেই ঠিক পৃথ্বী ইনিংস শুরু করবে৷ রোহিতের পরিবর্তে আমরা আর এক ওপেনার চেয়েছিলাম৷ ময়াঙ্ক দলের সঙ্গে যোগ দেওয়া পৃথ্বীর সঙ্গে ও ইনিংস শুরু করবে৷ রাহুল মিডল-অর্ডারেই খেলবে৷ ওকে ওই জায়গা অভ্যস্ত হতে সময় দিতে হবে৷’

সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়া প্রসঙ্গে বিরাট বলেন, ‘বুঝতে পারছি সিরিজে রোহিতের না-থাকাটা দুর্ভাগ্যজনক৷ আমরা এখন ওয়ান ডে, টি-২০ এবং টেস্ট ক্রিকেট নিয়ে ভাবচ্ছি৷ ও তিন ফর্ম্যাটেই প্রথমসারির ব্যাটসম্যান৷ টি-২০ বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ওয়ান ডে সিরিজ পাব না৷ আশা করব ও দ্রুত ফিরবে৷ টি-২০ সিরিজে ও খেলেছে৷ বিশ্বকাপে ওর ফর্ম বিশ্বকাপের জন্য টিম ব্যালান্স আনবে৷ তবে দলের কম্বিনেশনে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না৷’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে দারুণ ফর্মে ছিলেন রোহিত৷ সিরিজের প্রথম দু’টি ম্যাচে রান না-পেলেও তৃতীয় ম্যাচে দলকে জেতায় রোহিতের ব্যাট৷ চতুর্থ ম্যাচে তাঁর বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোট পেয়ে মাঠে ছাড়তে হয় ‘হিটম্যান’-কে৷ সোমবারই ওয়ান ডে এবং টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত৷

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের জন্যও খারাপ খবর৷ চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন৷ চোটের জন্য সিরিজের শেষ টি-২০ ম্যাচে খেলেননি কিউয়ি অধিনায়ক৷ এবার ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গেলেন উইলিয়ামসন৷ চোটের জন্য আগেই সিরিজ থেকে দরে দাঁড়িয়েছেন ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভারতের দুই ওপেনারের ওয়ান ডে অভিষেক

প্রকাশিত : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

ঢাকা : পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে সিরিজে নামছে কোহলি অ্যান্ড কোং৷ বুধবার সেডন পার্কে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ইনিংস শুরু করবেন নতুন ওপেনিং জুটি৷ এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হতে চলেছে পৃথ্বী শ-এর৷ মুম্বইয়ের এই তরুণের ওপেনিং পার্টনার ময়াঙ্ক আগরওয়াল৷ দু’জনেরই ওয়ান ডে অভিষেক হবে বুধবার।

চোটের জন্য রোহিত শর্মা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দলে এসেছেন ময়াঙ্ক৷ চোটের জন্য নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের৷ তাঁর পরিবর্তে ওয়ান ডে দলে আগেই জায়গা পেয়েছিলেন পৃথ্বী৷ বুধবার পৃথ্বী ও ময়াঙ্ক ভারতীয় ইনিংস শুরু করবেন৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়ে দেন বিরাট কোহলি৷ প্রথম ম্যাচে ওপেনিং জুটি নিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, ‘আগেই ঠিক পৃথ্বী ইনিংস শুরু করবে৷ রোহিতের পরিবর্তে আমরা আর এক ওপেনার চেয়েছিলাম৷ ময়াঙ্ক দলের সঙ্গে যোগ দেওয়া পৃথ্বীর সঙ্গে ও ইনিংস শুরু করবে৷ রাহুল মিডল-অর্ডারেই খেলবে৷ ওকে ওই জায়গা অভ্যস্ত হতে সময় দিতে হবে৷’

সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়া প্রসঙ্গে বিরাট বলেন, ‘বুঝতে পারছি সিরিজে রোহিতের না-থাকাটা দুর্ভাগ্যজনক৷ আমরা এখন ওয়ান ডে, টি-২০ এবং টেস্ট ক্রিকেট নিয়ে ভাবচ্ছি৷ ও তিন ফর্ম্যাটেই প্রথমসারির ব্যাটসম্যান৷ টি-২০ বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ওয়ান ডে সিরিজ পাব না৷ আশা করব ও দ্রুত ফিরবে৷ টি-২০ সিরিজে ও খেলেছে৷ বিশ্বকাপে ওর ফর্ম বিশ্বকাপের জন্য টিম ব্যালান্স আনবে৷ তবে দলের কম্বিনেশনে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না৷’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে দারুণ ফর্মে ছিলেন রোহিত৷ সিরিজের প্রথম দু’টি ম্যাচে রান না-পেলেও তৃতীয় ম্যাচে দলকে জেতায় রোহিতের ব্যাট৷ চতুর্থ ম্যাচে তাঁর বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোট পেয়ে মাঠে ছাড়তে হয় ‘হিটম্যান’-কে৷ সোমবারই ওয়ান ডে এবং টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত৷

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের জন্যও খারাপ খবর৷ চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন৷ চোটের জন্য সিরিজের শেষ টি-২০ ম্যাচে খেলেননি কিউয়ি অধিনায়ক৷ এবার ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গেলেন উইলিয়ামসন৷ চোটের জন্য আগেই সিরিজ থেকে দরে দাঁড়িয়েছেন ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ