১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

জমজমাট আয়োজনে জিয়ান-জিয়ানার জন্মদিন পালন

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • 80

বাবা-মা ও অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটছে জিয়ান-জিয়ানা

জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল টুইন বেবি জিয়ান-জিয়ানার প্রথম জন্মবাষিকী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে শান্তা গার্ডেন হল রুমে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। রাত সাড়ে ৮টায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক কেক কেটে জন্মদিন উৎযাপন করেন জিয়ান ও জিয়ানার বাবা বিশিষ্ট ব্যবসায়ি ও আজকের ‌বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান বাবু এবং মা মাহমুদা রহমান মিতা।

এ সময় আহনাফ শায়ান জিয়ান ও তাদরিশিয়া রাশা জিয়ানাকে দোয়া ও আদর জানাতে উপস্থিত ছিলেন, আলমগির কবির এফসিএ, চেয়ারম্যান সাউথইস্ট ব্যাংক, মেজবাহ উদ্দিন (অতিরিক্ত সচিব) সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব ঢাকা, সৈয়দ বেলালুর রহমান (অতিরিক্ত সচিব) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) বিদ্যুৎ মন্ত্রণালয়, নুরুল আলম, (পরিচালক) সমাজ কল্যাণ অধিদপ্তর, মোঃ শাহ আলম সিদ্দিকী (সাবেক অর্থনৈতিক উপদেষ্টা) অর্থ মন্ত্রণালয়, অশোক সিংহ রয় (জি এম প্রশাসন) রুপালী ব্যাংক ও জিয়ান-জিয়ানার দাদা নেওয়াজ আলী সরদার, নানা মতিউর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছোট্ট দুই সোনামনির উজ্জল ভবিষ্যৎ ও দোয়া কামনা করেন। এদিকে জিয়ান-জিয়ানাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন,
কাজী সিরাজুল ইসলাম চেয়ারম্যান, আমিন জুয়েলার্স, শমী কায়সার বিশিষ্ট অভিনেত্রী ও সভাপতি ই-ক্যাব, সঙ্গীতশিল্পী রিদওয়ানা আফরিন সুমি, সাংবাদিক রণক ইকরাম, বাবুল হৃদয়সহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান, শেখ মহসিন, শাহরুখ আহমেদ, মুণিপসহ আরও অনেকে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

ঈদ শপিং করতে গিয়ে পুলিশের হাতে আটক, কারা নির্যাতিত বিএনপি কর্মী বিল্লাল

জমজমাট আয়োজনে জিয়ান-জিয়ানার জন্মদিন পালন

প্রকাশিত : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০

জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল টুইন বেবি জিয়ান-জিয়ানার প্রথম জন্মবাষিকী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে শান্তা গার্ডেন হল রুমে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। রাত সাড়ে ৮টায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক কেক কেটে জন্মদিন উৎযাপন করেন জিয়ান ও জিয়ানার বাবা বিশিষ্ট ব্যবসায়ি ও আজকের ‌বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান বাবু এবং মা মাহমুদা রহমান মিতা।

এ সময় আহনাফ শায়ান জিয়ান ও তাদরিশিয়া রাশা জিয়ানাকে দোয়া ও আদর জানাতে উপস্থিত ছিলেন, আলমগির কবির এফসিএ, চেয়ারম্যান সাউথইস্ট ব্যাংক, মেজবাহ উদ্দিন (অতিরিক্ত সচিব) সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাব ঢাকা, সৈয়দ বেলালুর রহমান (অতিরিক্ত সচিব) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) বিদ্যুৎ মন্ত্রণালয়, নুরুল আলম, (পরিচালক) সমাজ কল্যাণ অধিদপ্তর, মোঃ শাহ আলম সিদ্দিকী (সাবেক অর্থনৈতিক উপদেষ্টা) অর্থ মন্ত্রণালয়, অশোক সিংহ রয় (জি এম প্রশাসন) রুপালী ব্যাংক ও জিয়ান-জিয়ানার দাদা নেওয়াজ আলী সরদার, নানা মতিউর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছোট্ট দুই সোনামনির উজ্জল ভবিষ্যৎ ও দোয়া কামনা করেন। এদিকে জিয়ান-জিয়ানাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন,
কাজী সিরাজুল ইসলাম চেয়ারম্যান, আমিন জুয়েলার্স, শমী কায়সার বিশিষ্ট অভিনেত্রী ও সভাপতি ই-ক্যাব, সঙ্গীতশিল্পী রিদওয়ানা আফরিন সুমি, সাংবাদিক রণক ইকরাম, বাবুল হৃদয়সহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান, শেখ মহসিন, শাহরুখ আহমেদ, মুণিপসহ আরও অনেকে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ