বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অর্ধশতকের পর ফাইনালেও অর্ধশতকের দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম। ৪২ বলে তিন ছক্কা ও চার চারের অর্ধশতকের দেখা পান তিনি।
আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে এক চার ও ৯ ছক্কায় ৭৮ রান করলেও এদিন কিছুটা সময় নিয়েছেন ম্যাককালাম। তবে সিঙ্গল নিয়ে গেইলকে স্ট্রাইক দিয়েছেন তিনি। অপর প্রান্তে ঝড় তোলেন গেইল।


























