পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা শতভাগ বিদ্যুতায়নের দিকে যাচ্ছি। মুজিববর্ষে দেশের এমন কোনো জায়গা থাকবে না যে বিদ্যুৎ পৌঁছেনি। পিডিবির নতুন দায়িত্ব গ্রহনের পর তার কার্যালয়ে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতায়ন নিশ্চিত হবে। বর্তমান সরকারের বিভিন্ন গঠনমূলক উদ্যোগের কারণে দেশে এখন থেকে আর গ্রীস্মকালে লোডশেডিং হবে না। বিদ্যুতের জন্য কোনো কারখানা বন্ধ হবে না। এছাড়া বিগত দিনের চেয়ে সিস্টেম লস অনেকাংশে কমিয়ে আনা হচ্ছে। যার সুফল পাচ্ছে কলকারখানার মালিকরা।
তিনি আরও বলেন, পিডিবির আয়ত্তাধীন ব্যস্ত নগরীতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের বৈদ্যুতিক তার স্থাপন করা হয়েছে, এতে দুর্ঘটনা রোধ হচ্ছে। ইতোমধ্যে নতুন নতুন পরিকল্পনা এবং বিদ্যুত অপচয় রোধে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এতে করে বিদ্যুৎ অপচয় রোধসহ শতভাগ বিদ্যুত উৎপাদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছেন তাতে শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি আরো জানান- মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাই একজোট হয়ে কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা প্রণয়ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎখাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই দেশের ৯৫ শতাংশ জনগোষ্ঠি বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। অবশিষ্ট জনগোষ্ঠি মুজিববর্ষের মধ্যেই বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ২০১২ সাল হতে দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে বিদ্যুৎ ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করা হয়েছে।
দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থা ও ব্যবস্থাপনা আধুনিক করা হচ্ছে। প্রি-পেইড মিটার গ্রাহক হয়রানি হ্রাস করে এবং গ্রাহকের অর্থের সাশ্রয় ঘটানো হয়েছে। বর্তমানে ৩ কোটি ৬২ লক্ষ গ্রাহকের মধ্যে ইতোমধ্যে ৩৩ লক্ষ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী গ্রাহকের মিটার-পেইড করে দেয়া হবে।
প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সম্প্রতি। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান (অতি. দায়িত্ব) মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে নিয়োগের পূর্বে তিনি বিউবো’র সদস্য উৎপাদন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. বেলায়েত হোসেন ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (যন্ত্র কৌশল)-এ প্রথম বিভাগে ৪র্থ স্থান অধিকার করেন। ১৯৮৪ সালের ২৮ অক্টোবর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।
পরবর্তীতে তিনি ঘোড়াশাল ৩য় ও ৪র্থ ইউনিট সম্প্রসারণ প্রকল্প, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, টঙ্গী ৮০ মে.ও. গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানিব গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে এবং প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও নকশা (পিএন্ডডি) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দুবাই ইলেকট্রিক অথরিটির অধীনে গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে লিয়েনে দায়িত্ব পালন করেছেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি রাশিয়া, চীন, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ