রোববার (০১ মার্চ) সকালে ইস্তানা নেগারায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন মুহিউদ্দিন ইয়াসিন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রও জানিয়েছিল মুহিউদ্দিন ইয়াসিনই হতে যাচ্ছেন দেশটির অষ্টম প্রধানমন্ত্রী।
প্রথাগত পোশাক পরিধান করে শপথ গ্রহণ করেন ৭২ বছর বয়সী ইয়াসিন। শপথ অনুষ্ঠানে তার স্ত্রী নূরানি আব্দুর রাহমান উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাত এবং সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলীর সামনে শপথ গ্রহণের পর মুহিউদ্দীন নিয়োপত্রের দলিলে সই করেন।
বিজনেস বাংলাদেশ/ আরিফ




















