০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিলেটে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের সুবাস বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। শুরু থেকেই সাইফুদ্দিন, মাশরাফি, মোস্তাফিজদের বোলিংয়ে কোনঠাসা জিম্বাবুয়ে ইনিংসের অর্ধেক পার করার আগেই হারিয়ে বসেছে ৬ উইকেট।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: জিম্বাবুয়ে ১০২/৬ (২৭.২), টার্গেট ৩২২।

এর আগে সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৩২১ রান তোলে টাইগাররা। শুরু থেকেই রক্ষণাত্বক ব্যাটিং করেন তামিম ইকবাল। তবে লিটন দাসের সঙ্গে তার ওপেনিং জুটিটা বেশিদূর এগিয়ে নিতে পারেননি। দলীয় ৬০ রানে ফিরে যান ৪৩ বলে ২৪ করা তামিম। এরপর নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে ২৯ রান। মুশফিকুর রহিমই দ্রুতই ফিরে যান। একপাশ আগলে রাখার পাশাপাশি রানের চাকায় গতি ধরে রাখেন লিটন। খেলেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস। ১০৫ বলে ১২৬ বলের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন লিটন।

এরপর মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। দুজনের দ্রুত রান তুলতে থাকলেও ৩২ রানেই থেমে যান মাহমুদুল্লাহ। অর্ধশতক তুলে নিয়ে ফেরেন মিঠুনও। এরপর শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড় বড় সংগ্রহই এনে দেয়া টাইগারদের।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৩১/৬ (৫০) তামিম ২৪, শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদুল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফুদ্দিন ২৮, মিরাজ ৭; এমপুফু ২/৬৮।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০

সিলেটে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের সুবাস বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। শুরু থেকেই সাইফুদ্দিন, মাশরাফি, মোস্তাফিজদের বোলিংয়ে কোনঠাসা জিম্বাবুয়ে ইনিংসের অর্ধেক পার করার আগেই হারিয়ে বসেছে ৬ উইকেট।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: জিম্বাবুয়ে ১০২/৬ (২৭.২), টার্গেট ৩২২।

এর আগে সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৩২১ রান তোলে টাইগাররা। শুরু থেকেই রক্ষণাত্বক ব্যাটিং করেন তামিম ইকবাল। তবে লিটন দাসের সঙ্গে তার ওপেনিং জুটিটা বেশিদূর এগিয়ে নিতে পারেননি। দলীয় ৬০ রানে ফিরে যান ৪৩ বলে ২৪ করা তামিম। এরপর নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে ২৯ রান। মুশফিকুর রহিমই দ্রুতই ফিরে যান। একপাশ আগলে রাখার পাশাপাশি রানের চাকায় গতি ধরে রাখেন লিটন। খেলেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস। ১০৫ বলে ১২৬ বলের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন লিটন।

এরপর মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। দুজনের দ্রুত রান তুলতে থাকলেও ৩২ রানেই থেমে যান মাহমুদুল্লাহ। অর্ধশতক তুলে নিয়ে ফেরেন মিঠুনও। এরপর শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড় বড় সংগ্রহই এনে দেয়া টাইগারদের।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৩১/৬ (৫০) তামিম ২৪, শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদুল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফুদ্দিন ২৮, মিরাজ ৭; এমপুফু ২/৬৮।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ