০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি এখনো হয়নি : কাদের

করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের কাজে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে সেটাও করা হবে। সরকার গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

শনিবার সকালে করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণের আগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন শেষে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে সতর্কতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং মানুষের হাতে লিফলেট তুলে দেন।

বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পর শনিবার পশ্চিমবঙ্গেও সব স্কুল-কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও সেই দাবি ওঠার প্রেক্ষাপটে শনিবার ওবায়দুল কাদের বলেন, স্কুল-কলেজ বন্ধের একটা দাবি এসেছে। এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা নেই, এমন কিছু নয়।

এখানে প্যানিকি করে কোনো লাভ নেই। তবে আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসেনি, নতুন করে সংক্রামিত হওয়ার খবর খুঁজে পাইনি। আমাদের এখানে বিষয়টি যদি খারাপভাবে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি এখনো হয়নি : কাদের

প্রকাশিত : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের কাজে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে সেটাও করা হবে। সরকার গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

শনিবার সকালে করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণের আগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন শেষে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে সতর্কতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং মানুষের হাতে লিফলেট তুলে দেন।

বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পর শনিবার পশ্চিমবঙ্গেও সব স্কুল-কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও সেই দাবি ওঠার প্রেক্ষাপটে শনিবার ওবায়দুল কাদের বলেন, স্কুল-কলেজ বন্ধের একটা দাবি এসেছে। এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা নেই, এমন কিছু নয়।

এখানে প্যানিকি করে কোনো লাভ নেই। তবে আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসেনি, নতুন করে সংক্রামিত হওয়ার খবর খুঁজে পাইনি। আমাদের এখানে বিষয়টি যদি খারাপভাবে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী