করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। মাঠ প্রস্তুতির জন্য ইতিমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘যেসব অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হবে, সেসব অঞ্চলে লকডাউন (অবরুদ্ধ) করা হবে। সম্ভাব্য এসব এলাকার মধ্যে রয়েছে মাদারীপুর, শিবচর, ফরিদপুর।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















