নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মো. ফজলে সরদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার রেল লাইনের শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলে সরদার উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত. কাজিমদ্দিন সরদারের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ভোরে রেল লাইনের শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি এলাকায় ফজলে সরদার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে কি কারণে বা কিভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েছেন তা জানা যায়নি।






















