রাজধানীতে রিকশার গতিরোধ না করেই ছিনতাই করতে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। ওই সময় ওই রিকশার যাত্রীর কোলে থাকা আরাফাত নামে পাঁচ মাসের শিশু রাস্তায় পড়ে গিয়ে মারা যায়। সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
আরাফাতের বাবা শরীয়তপুর সদররে নরসিংদীপুর এলাকার বাসিন্দা শাহ আলম ও মা আকলিমা বেগম। তাদের আরেক ছেলে আল আমিন। তারা ভোরে শরীয়তপুর থেকে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন।
ছিনতাইয়ের শিকার আকলিমা জানান, আল আমিন দীর্ঘদিন থেকে অসুস্থ। তাই লঞ্চ থেকে নেমে তাকে নিয়ে শিশু হাসপাতালে যান তার স্বামী। আর তিনি সেখান থেকে রিকশা যোগে শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন, দয়াগঞ্জে যাওয়া মাত্র দুই-তিনজন ছিনতাইকারী চলন্ত রিকশায় আচমকা আমার ভ্যানেটি ব্যাগটি টান দেয়। এ সময় কোলে থাকা আরাফাত রাস্তায় পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


























