দুই দিনের জন্য ভারত সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর এটি তার প্রথম বিদেশ সফর।
সোমবার রাত ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করবেন।কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন।
কলকাতায় বাংলাদেশ মিশন আয়োজিত বিজয় দিবসের সমাপনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। পরদিন স্থানীয় রাজনীতিক, লেখক, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে তার।
এই সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ২০ ডিসেম্বর রাতেই তারা দেশে ফিরবেন।


























