১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পাথর বোঝাই ট্রাকে গাঁজা ফেনসিডিল আটক ২

রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়। সেসময় মাদক বহনকারী ট্রাকটিও আটক করে র‌্যাব।

র‌্যাব ১৩-এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকায় অবস্থিত সুফিয়া ফিলিং ষ্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। সেসময় পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক লালমনিরহাট জেলার পাটগ্রামের শহিদার রহমানের ছেলে শামিম ইসলাম, চালকের সহকারী নীলফামারীর ডিমলা উপজেলার আমিনুর রহমানের ছেরে মো. মশিয়ার রহমানকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা লালমনিরহাটের পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মদক ব‌্যবসার কথা স্বীকার করেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

পাথর বোঝাই ট্রাকে গাঁজা ফেনসিডিল আটক ২

প্রকাশিত : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়। সেসময় মাদক বহনকারী ট্রাকটিও আটক করে র‌্যাব।

র‌্যাব ১৩-এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকায় অবস্থিত সুফিয়া ফিলিং ষ্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। সেসময় পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৫ কেজি গাঁজা ও ১৭৬ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক লালমনিরহাট জেলার পাটগ্রামের শহিদার রহমানের ছেলে শামিম ইসলাম, চালকের সহকারী নীলফামারীর ডিমলা উপজেলার আমিনুর রহমানের ছেরে মো. মশিয়ার রহমানকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা লালমনিরহাটের পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মদক ব‌্যবসার কথা স্বীকার করেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ