পৃথক ঘটনায় সাভারে এক কলেজছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এঘটনায় নিখোঁজ ওই তিন পরিবারের সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে।
নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানায়, আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফ হোসেন (১৮) গত তিনদিন ধরে নিখোঁজ।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আশুলিয়ার আড়াগাও এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ছেলেকে না পেয়ে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। নিখোঁজ ওই ছাত্রের বাবার নাম আনোয়ার হোসেন রিপন।
অন্যদিকে সাভারের শাহীবাগ বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ইব্রাহিম খলিল (২৭) গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। নিখোঁজ হওয়ায় তার পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।
এছাড়া একই এলাকা থেকে স্থানীয় গার্মেন্টস এর শ্রমিক শাকিল মিয়া (২৩) শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্কা বিরাজ করছে।
সাভার ও আশুলিয়ায় তিন জন নিখোঁজ হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
এঘটনায় সাভার ও আশুলিয়া থানার সংশ্রিষ্ট থানা পুলিশ জানিয়েছে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধ্যানে পুলিশ কাজ করছে।






















