বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাটের নারী সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে অদিতি বড়ালের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আল মামুন সিকদার (২৬) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করা হয়। হ্যাপির দায়ের করা মামলায় মামুনকে আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুর সবুর মিয়ার আদালতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।
রিমান্ড আবেদন হাতে না পাওয়ায় আদালত মামুনকে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে। হ্যাপি বাদি হয়ে রবিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করেন।
মামুন শহরের গোবরদিয়া এলাকার সিকদার মুজিবর রহমানের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।






















