বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সুগন্দা নদীর বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার মশারি জাল আটক করেছে বাবুগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ। বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সুগন্ধা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকরে নদীতে পেতে রাখা ২০০০ মিটার মশারি জাল আটক করা হয়। যার অনুমানিক মূল্য ৫ লক্ষ লক্ষ টাকা।
এস্থানীয়রা বলেন, একটি মশারি জালে প্রতিদিন যে রেণু পোনা ধরা পড়ে, সারা বছর কারেন্ট জালেও তা পাওয়া যায় না প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় অবৈধ জাল দিয়ে জাটকা ধরা হচ্ছে। এসব জালে শিকার হওয়া জাটকার দৈর্ঘ্য এক থেকে চার ইঞ্চি। সেই জাটকা গ্রামের হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এক কেজিতে ৪০০থেকে৫০০টি জাটকা ১০০থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট জামাল উদ্দিন বলেন, অবৈধ মশারি জালে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা ধরা পড়ে। সারা বছরই এ জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। ২০০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ।
ইলিশ উৎপাদন আরও বৃদ্বি করার লক্ষে আমাদের যা যা করনীয় সব প্রচেষ্টা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন,নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাবুগঞ্জে নদ-নদীতে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য তৎপর রয়েছে বাবুগঞ্জ প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার অানোয়ার হোসেন বাবুল, ইউপি সদস্য সুলতান মোল্লা, মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট জামাল উদ্দিন প্রমুখ।























