রাঙ্গামাটিতে আকস্মিক আগুনে দোকানসহ শতাধিক বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শহরের রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে যান রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। কিন্তু ততক্ষণেই ছয় দোকানসহ শতাধিক বসতবাড়ি পুড়ে যায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ দমকল কর্মীর প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তার আগেই কমপক্ষে শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।






















