০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ডিএন‌সি‌সি’র ৫ লাখ শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাপসুল

সারাদেশের মতো ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশন ডিএন‌সি‌সি এলাকায় পাঁচ বছরের নিচে সব শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন খাওয়ানো হবে।

বুধবার দুপুরে ডিএন‌সি‌সি সম্মেলন কক্ষে সংবাদমাধ্যম প্র‌তি‌নি‌ধিদের সঙ্গে মত‌বি‌নিময়কালে এ তথ্য জানান ডিএন‌সি‌‌সি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল জা‌কির হোসেন।

২৩ ডিসেম্বর সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর অংশ হিসেবে ডিএন‌সি‌সি’র পাঁচটি অঞ্চলের আওতাধীন ৩৬টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার ৬ থেকে ১২ মাস বয়সী ৬৮ হাজার ৭৬৯ শিশু‌কে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে। পাশাপা‌শি ৪ লাখ ৬৭ হাজার ৭৭ জন ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

‌ডিএন‌সি‌সি’র ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মী ও প্রথম সা‌রির সুপারভাইজর ১৮৩ জন এবং দ্বিতীয় সা‌রির ১০৩ জন সুপারভাইজর সকাল ৮টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত একটানা ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

ডিএন‌সি‌সি’র ৫ লাখ শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রকাশিত : ০২:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

সারাদেশের মতো ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশন ডিএন‌সি‌সি এলাকায় পাঁচ বছরের নিচে সব শিশুকে ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন খাওয়ানো হবে।

বুধবার দুপুরে ডিএন‌সি‌সি সম্মেলন কক্ষে সংবাদমাধ্যম প্র‌তি‌নি‌ধিদের সঙ্গে মত‌বি‌নিময়কালে এ তথ্য জানান ডিএন‌সি‌‌সি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল জা‌কির হোসেন।

২৩ ডিসেম্বর সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর অংশ হিসেবে ডিএন‌সি‌সি’র পাঁচটি অঞ্চলের আওতাধীন ৩৬টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার ৬ থেকে ১২ মাস বয়সী ৬৮ হাজার ৭৬৯ শিশু‌কে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে। পাশাপা‌শি ৪ লাখ ৬৭ হাজার ৭৭ জন ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রং এর ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

‌ডিএন‌সি‌সি’র ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মী ও প্রথম সা‌রির সুপারভাইজর ১৮৩ জন এবং দ্বিতীয় সা‌রির ১০৩ জন সুপারভাইজর সকাল ৮টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত একটানা ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।