আইনের মাধ্যমেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উকিল নোটিশের সঠিক জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ৩৬৫ দিন সোনালী ব্যাংক বুথ সেবা কার্যক্রমের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমরা ফলাফল গ্রহণ করেছি। এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনগুলোতে যেন বিজয় ছিনিয়ে আনতে পারে সেই প্রচেষ্টাই আওয়ামী লীগ করে যাবে।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, কুমিল্লার কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলী প্রমুখ।


























