রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে পাঁচ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় জড়িত ছিনতাইকারী রাজিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী এলাকার একটি বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকার একটি বস্তি থেকে আসামি রাজিবকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে দয়াগঞ্জ এলাকায় মায়ের কোলে থাকা পাঁচ মাসের শিশু আরাফাতকে নিয়ে ফাঁকা রাস্তায় দ্রুতবেগে চলছিলো তাদের বহনকারী রিকশা। হঠাৎ দুই/তিনজন ছিনতাইকারী হেঁচকা টান দেয় মায়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ।
আচমকা টানে চলন্ত রিকশায় মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায় শিশু আরাফাত। গুরুতর জখম হওয়া শিশুটিকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওই দিন দুপুরের দিকে নিহত শিশুর পিতা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেন।


























