পাবনার ঈশ্বরদী উপজেলায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খান জানান, স্থানীয়রা বিকেল ৫টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ি এলাকায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ঈশ্বরদী থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহটির সুরতহাল শেষ হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে আন্জুমান মফিদুল ইসলামে ওই নারীর দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।






















