সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বাবু নামে এক যুবক। এ ঘটনায় ধর্ষণকারীর বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধর্ষণের স্বীকার ওই শিশু রাজাঘাট এলাকায় মা-বাবার সাথে একটি বাসায় ভাড়া থাকে এবং ভাড়া করা এক দোকানে চা বিক্রি করে। বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার ছিরামপুর গ্রামে। রবিবার রাতে চা বিক্রি শেষে বাসায় যাওয়ার সময় ওই শিশুকে মুখ চেপে ধরে একটি বাড়ির ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে ওই এলাকার বাবু।
পরে শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ধর্ষণকারী যুবককে আটক করলে তার পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নেয়। এ ঘটনায় সকালে সাভার মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করলে সকালে ধর্ষণকারী যুবকের বাবাকে আটক করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, পুলিশ ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। ধর্ষণকারী যুবককে আটক করার চেষ্টা চলছে।






















