নওগাঁর পত্নীতলা থানায় করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা থানা চত্বরে অনুষ্ঠিত এ অভিনন্দন সভায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার অফিসার লিটন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, আরএমও দেবাশীষ রায় প্রমূখ।
অনুষ্ঠানে করোনা যুদ্ধে জয়ী থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ও ইন্সপেক্টর ( তদন্ত) হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।
উল্লেখ, জেলায় মোট ২৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয় যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তা মৃত্যু বরণ করেছেন এবং ২ জন সুস্থ হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান
























