নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্যাংকলরি চাপায় আকাশ আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ আহম্মেদ ওই ইউনিয়নের দারিখৈড় গ্রামের মৃত মতিউর রহমান মিয়ার ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর জানান, সকালে বনপাড়া বাজারে যাচ্ছিল আকাশ। পথে কয়েন বাজার এলাকায় একটি ট্যাংকলরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক-হেলপার আগেই পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






















