দিনাজপুর শহরের ৬ নম্বর নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাটসহ দুজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্প সদস্যরা।
আটকরা হলেন, মাদক সম্রাট মো. শফিকুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মো. গোলাম মোস্তফা (৪০)। সোমবার দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়।
আটক শফিকুল একই এলাকার গাজী মোস্তফার ছেলে ও গোলাম মোস্তফা রাজবাড়ি অমুলিপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুল ও তার পরিবার দিনাজপুরে মাদক জগৎ পরিচালনা করে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।






















