নড়াইল রাসেল সেতুর পূর্ব পার্শে¦ প্লেনসীট ভর্তি ইজিভ্যান ও ইট বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় মেসার্স কোহিনুর ব্রিক্স এর একটি ট্রাক ইট বোঝায় করে রাসেল সেতুর পূর্ব দিক দিয়ে শহর মুখি আসছিল ঠিক তখনই প্লেনসিট ভর্তি একটি ইজিভ্যান রাসেল সেতু পার হতেই মুখোমুখি ধাক্কা লাগে।
রাসেল সেতু পার হয়ে ভ্যান চালক তার চলার পথে ঠিকই ছিল ।
পক্ষান্তরে এম কে বি (মেসার্স কোহিনুর ব্রিক্স)এর ইট বোঝায় একটি ট্রাক যার নং খুলনা ট-৪৪৪৮ চলমান অবস্থায় তার চলার পত অক্রিম করে উল্টো দিকে এসে চলমান ভ্যানটিকে আঘাত করলে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যায়। মৃত ব্রক্তির নাম মোঃ আলম (৪৫)।
কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে ইন্সপেক্টর তদন্ত মোঃ শিমুল বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















