হবিগঞ্জের মাধবপুরে ১৫০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। এসময় পিকআপভ্যানটিও জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, অভিযান আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪ পিকআপ ভ্যানসহ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।






















