ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার ইট ভাটার কাছে সড়ক দুর্ঘটনায় আশরাফুজ্জামান আশা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুজ্জামান উপজেলার মধুপুর গ্রামের ইমান আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন আশরাফুজ্জামান। পথে শিবনগরের ইট ভাটার কাছে ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






















