০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

তাহসানের কণ্ঠে ‘প্রতিবাদী গান’

সংগীত তারকা তাহসান খান নিজের ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’ থেকে প্রতিমাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন বলেছিলেন। সেই প্রয়াসে জনপ্রিয় এ গায়ক প্রায় ৪ বছর পর নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করলেন ‘প্রতিবাদী গান’ শিরোনামে গান।

গানটি তাহসান তার ব্যান্ডদলকে হাজির করে ভিডিও আকারে প্রকাশ করেছেন বৃহস্পতিবার রাতে।

এ গায়ক বলেন, ৯ টি গানে সাজানো ‘সবার জন্য না’ অ্যালবামের মধ্যে একটি ‘প্রতিবাদী গান’। প্রতিমাসে একটা করে গান আসবে। গানগুলোর কথা, সুর এবং কম্পোজিশন সংগীত বোদ্ধাদের জন্য, সবার জন্য না।

তাহসান বলেন, মহামারী করোনার আগেই গানটির দৃশ্যধারণ করা হয়েছিল। অসুস্থ পৃথিবীতে চারিদিকে শুধু অসুস্থ চিন্তা চেতনার আগ্রাসন। এর মাঝেও কিছু মানুষ সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখে আর প্রতিবাদের ভাষা খোঁজে। আমাদের এই গান শুধু তাদের জন্যে, সুস্থ মনের মানুষের জন্যে।

‘প্রতিবাদী গান’ এর কথা লিখেছেন তাহসান, কম্পোজিশনে তাহসান এন্ড দ্য ব্যান্ড। গিটারে ছিলেন সৌরিন, বেজ ও ড্রামসে শিমুল এবং কিবোর্ডে অদিত। তাহসানের এ গানটি প্রকাশের পর ইউটিউব ও সোশাল মিডিয়াতে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

http://www.youtube.com/watch?v=elDNYNkPOJk&feature=emb_err_woyt

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি চলছে

তাহসানের কণ্ঠে ‘প্রতিবাদী গান’

প্রকাশিত : ০৩:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

সংগীত তারকা তাহসান খান নিজের ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’ থেকে প্রতিমাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন বলেছিলেন। সেই প্রয়াসে জনপ্রিয় এ গায়ক প্রায় ৪ বছর পর নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করলেন ‘প্রতিবাদী গান’ শিরোনামে গান।

গানটি তাহসান তার ব্যান্ডদলকে হাজির করে ভিডিও আকারে প্রকাশ করেছেন বৃহস্পতিবার রাতে।

এ গায়ক বলেন, ৯ টি গানে সাজানো ‘সবার জন্য না’ অ্যালবামের মধ্যে একটি ‘প্রতিবাদী গান’। প্রতিমাসে একটা করে গান আসবে। গানগুলোর কথা, সুর এবং কম্পোজিশন সংগীত বোদ্ধাদের জন্য, সবার জন্য না।

তাহসান বলেন, মহামারী করোনার আগেই গানটির দৃশ্যধারণ করা হয়েছিল। অসুস্থ পৃথিবীতে চারিদিকে শুধু অসুস্থ চিন্তা চেতনার আগ্রাসন। এর মাঝেও কিছু মানুষ সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখে আর প্রতিবাদের ভাষা খোঁজে। আমাদের এই গান শুধু তাদের জন্যে, সুস্থ মনের মানুষের জন্যে।

‘প্রতিবাদী গান’ এর কথা লিখেছেন তাহসান, কম্পোজিশনে তাহসান এন্ড দ্য ব্যান্ড। গিটারে ছিলেন সৌরিন, বেজ ও ড্রামসে শিমুল এবং কিবোর্ডে অদিত। তাহসানের এ গানটি প্রকাশের পর ইউটিউব ও সোশাল মিডিয়াতে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

http://www.youtube.com/watch?v=elDNYNkPOJk&feature=emb_err_woyt

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার