কক্সবাজারের মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুহুর্তেই বিমান দুটিতে আগুন লেগে যায় বলে জানান স্থানীয়রা। এমন বিকট শব্দ আর কখনোই শুনেনি তারা। তাই আকস্মিক আতঙ্কে আছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। এর পর বিমান দুটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান।
এদিকে, এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এমডি মালেক নামে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সেখানে তাদের একটি টিম কাজ করছে। আরও টিম ঘটনা স্থলে যাচ্ছে। তবে হতাহতের কোন খবর এখনো জানা যায়নি। তবে ৪ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে।






















