০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বিসিবি ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অ্যাপ চালু করল

বাংলাদেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া স্পিনার নাজমুল ইসলাম অপু এবং বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন।

এমন অবস্থায় একটু নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্রমণ রুখতে নতুন একটি উদ্যোগ করেছে বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রণ সংস্থাটি। ক্রিকেটারদের সার্বক্ষণিক খোঁজ রাখতে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে বিসিবি বুধবার একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের নাম ‘এজ টেন’। আপাতত জাতীয় পুলের ৪০ জন ক্রিকেটারকে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। তবে, পরবর্তীতে এর পরিধি বাড়ানো হতে পারে।

বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ অ্যাপ সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন, ‘অ্যাপে আমরা ১৮টি প্রশ্ন রেখেছি। বেশিরভাগই করোনার উপসর্গ বিষয়ক। কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা গায়ে ব্যথা আছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা, কোভিড–১৯ রোগীর সংস্পর্শে এসেছে কিনা, মানসিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য খেলোয়াড়েরা এখানে দেবে। প্রতিদিন তারা তথ্যগুলো জানাবে। তাদের উত্তরের ওপর লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপটাই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

বিসিবি ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অ্যাপ চালু করল

প্রকাশিত : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

বাংলাদেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া স্পিনার নাজমুল ইসলাম অপু এবং বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন।

এমন অবস্থায় একটু নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্রমণ রুখতে নতুন একটি উদ্যোগ করেছে বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রণ সংস্থাটি। ক্রিকেটারদের সার্বক্ষণিক খোঁজ রাখতে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে বিসিবি বুধবার একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের নাম ‘এজ টেন’। আপাতত জাতীয় পুলের ৪০ জন ক্রিকেটারকে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। তবে, পরবর্তীতে এর পরিধি বাড়ানো হতে পারে।

বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ অ্যাপ সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন, ‘অ্যাপে আমরা ১৮টি প্রশ্ন রেখেছি। বেশিরভাগই করোনার উপসর্গ বিষয়ক। কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা গায়ে ব্যথা আছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা, কোভিড–১৯ রোগীর সংস্পর্শে এসেছে কিনা, মানসিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য খেলোয়াড়েরা এখানে দেবে। প্রতিদিন তারা তথ্যগুলো জানাবে। তাদের উত্তরের ওপর লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপটাই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার