১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ফরিদপুরে রাস্তার বেহাল দশা

ফরিদপুর – বোয়ালমারী – ভাটদী বঙ্গেশ্বরদী- মুজুরদিয়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারর্পেটিং ও ইটের সলিং ঊঠে গিয়ে পানি জমে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে সোমবার ফরিদপুর- বোয়ালমারী-ভাটদী বঙ্গেশ্বরদী সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখাযায়, অসংখ্য স্থানে ছোট-বড় খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মুজুরদিয়ার সাথে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহতের বেড়েই চললেও কতৃপক্ষ উদাসীন। যেন দেখার কেউ নেই।

উল্লেখ্য, ফরিদপুর-বোয়ালমারী-ভাটদী বঙ্গেশ্বরদী-মুজুরদিয়া সড়কে প্রতিদিন শতশত , অটো প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা,বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তাই পথচারীসহ সংশ্লিষ্টরা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংষ্কারে কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে ফরিদপুর -১ আসনের এমপি মোঃ মুনজুর হোসেন বুলবুলের সহযোগীতা চেয়েছেন স্থানীয়রা বোয়ালমারী পৌর এলাকার বিভিন্ন রাস্তা, ড্রেন ও ফুটপাতে বিভিন্ন উন্নায়নমূলক কাজ চলছে তবে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটি সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজের প্রয়োজনীয় বরাদ্ধ পেলে খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তাবায়ন হবে বলে মনে করেন ভাটদী বঙ্গেশ্বরদী বাজার কমিটি।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

ফরিদপুরে রাস্তার বেহাল দশা

প্রকাশিত : ০৪:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

ফরিদপুর – বোয়ালমারী – ভাটদী বঙ্গেশ্বরদী- মুজুরদিয়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারর্পেটিং ও ইটের সলিং ঊঠে গিয়ে পানি জমে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে সোমবার ফরিদপুর- বোয়ালমারী-ভাটদী বঙ্গেশ্বরদী সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখাযায়, অসংখ্য স্থানে ছোট-বড় খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মুজুরদিয়ার সাথে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহতের বেড়েই চললেও কতৃপক্ষ উদাসীন। যেন দেখার কেউ নেই।

উল্লেখ্য, ফরিদপুর-বোয়ালমারী-ভাটদী বঙ্গেশ্বরদী-মুজুরদিয়া সড়কে প্রতিদিন শতশত , অটো প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা,বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তাই পথচারীসহ সংশ্লিষ্টরা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংষ্কারে কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে ফরিদপুর -১ আসনের এমপি মোঃ মুনজুর হোসেন বুলবুলের সহযোগীতা চেয়েছেন স্থানীয়রা বোয়ালমারী পৌর এলাকার বিভিন্ন রাস্তা, ড্রেন ও ফুটপাতে বিভিন্ন উন্নায়নমূলক কাজ চলছে তবে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটি সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজের প্রয়োজনীয় বরাদ্ধ পেলে খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তাবায়ন হবে বলে মনে করেন ভাটদী বঙ্গেশ্বরদী বাজার কমিটি।

বিজনেস বাংলাদেশ/ইমরান