০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

সীমান্তবাসী ও বিজিবি জানায়, শফিকুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ওই সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করে। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শফিকুলের মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ ভারতের অভ্যন্তরে থাকায় না দেখা পর্যন্ত প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান ও কড়া প্রতিবাদ পত্রসহ বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

জুলাইয়ের প্রতি শ্রদ্ধা থাকলে দাঁড়িপাল্লায় ভোট দিন: ড. শফিকুর রহমান

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ১০:৩১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

সীমান্তবাসী ও বিজিবি জানায়, শফিকুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ওই সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করে। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শফিকুলের মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ ভারতের অভ্যন্তরে থাকায় না দেখা পর্যন্ত প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান ও কড়া প্রতিবাদ পত্রসহ বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।