দলবদলের বাজারে এবার তুমুল হইচই জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোলানদোর খবরে। চ্যাম্পিয়ন্স লিগ শেষের পর পর্তুগিজ সুপারস্টারের ম্যানেজার জর্জ মেন্ডিস নাকি প্যারিস সেন্ট জার্মেইর প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্যারিসের ক্লাবে রোলানদোর যোগদানের বিষয়টি নিয়ে। দিনকয়েক ধরে মাথাচাড়া দিচ্ছিল এমনই একটি খবর।
সম্প্রতি আসরে নামলেন এক স্প্যানিশ ক্রিড়া সাংবাদিক। গুইলেম বালাগে খবর সংগ্রহ করে সম্প্রতি যে তথ্য বিবিসিকে জানিয়েছেন তা আরও অবাক করার মতো। পরিস্থিতি এমন যে আসন্ন মরশুমে আর মেসি-রোলানদো দ্বৈরথ নয়, বরং গ্রহের দুই সেরা ফুটবলারকে দেখা যেতে পারে একই ড্রেসিংরুম শেয়ার করতে। অর্থাৎ, নতুন মরশুমে বার্সেলোনায় যোগদান করতে পারেন সিআর সেভেন। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিকের এমন খবরে রীতিমতো শোরগোল বিশ্বজুড়ে।
গুইলেম জানিয়েছেন, লকডাউন পরবর্তী সময় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তুরিনের ক্লাব। তাই আসন্ন মরশুমে চুক্তি মোতাবেক রোলানদোর পারিশ্রমিকের অংক মেটানো তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। আর এই খবর কানে যেতেই ইতালির চ্যাম্পিয়ন ক্লাব থেকে পর্তুগিজ মহাতারকাকে ছিনিয়ে নিয়ে ঝাঁপিয়েছে বেশ কিছু ক্লাব। তালিকায় রয়েছে বার্সেলোনার নামও। গুইলেম জানিয়েছেন, ‘রোলানদোকে বার্সেলোনাসহ বেশ কিছু ক্লাব প্রস্তাব দিয়েছে। আমার জানা নেই রোলানদো জুভেন্তাসে যে টাকাটা পারিশ্রমিক পায় সেটা কোন ক্লাব দিতে পারবে?’ এমনকি রোলানদো নাকি পুনরায় রিয়াল মাদ্রিদের সঙ্গেও কথাবার্তা শুরু করেন বলে খবর ছড়িয়েছিল।
কিন্তু মাদ্রিদের ক্লাব সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। ‘রোলানদোর মাদ্রিদে ফেরার ব্যাপারে রিয়াল মাদ্রিদ জানিয়েছে কোনও প্রশ্নই নেই, রোলানদো আমাদের ক্লাবে ফিরছে না। এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবের সঙ্গেও রোনাল্ডোর ম্যানেজারের আলোচনা হয়। জুভেন্তাস রোলানদোকে ছেড়ে দিয়ে নিষ্কৃতি পেতে চাইছে বলেই এত সব জল্পনা-’ জানিয়েছেন গুইলেম।
বিজনেস বাংলাদেশ/ এ আর