১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

চার লক্ষ ৭০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওযানো হবে

নেত্রকোনা জেলার ১০ উপজেলায় চার লক্ষ ৭০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ১৬৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৩২ হাজার ৭৬৫ জন।

এদিকে স্থায়ী, অস্থায়ী, মোবাইল কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ২৬৪টি টিকাদান কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ওরিয়েন্টেশন কর্মশালায় নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে সারা জেলায় শিক্ষক, ছাত্র, আনসার ও ভিডিপির সদস্য, ছাত্রী নার্স, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪ হাজার ৫২৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চার লক্ষ ৭০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওযানো হবে

প্রকাশিত : ০৩:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোনা জেলার ১০ উপজেলায় চার লক্ষ ৭০ হাজারের অধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ১৬৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুর সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৩২ হাজার ৭৬৫ জন।

এদিকে স্থায়ী, অস্থায়ী, মোবাইল কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ২৬৪টি টিকাদান কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ওরিয়েন্টেশন কর্মশালায় নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে সারা জেলায় শিক্ষক, ছাত্র, আনসার ও ভিডিপির সদস্য, ছাত্রী নার্স, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪ হাজার ৫২৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ