নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সুপার শপের সকল প্রকার আইটেম নিয়ে কুমিল্লার ঝাউতলা বড় বাজার শুভ উদ্বোধনের শেষে দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২০) বিকেলে কুমিল্লার ঝাউতলা এলাকায়’ ঝাউতলা বড় বাজার’ফিতা কেটে উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এর ‘রত্নগর্ভা’মা রুফিজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন ঝাউতলা বড় বাজারের সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন স্বপন চেয়ারম্যান।কুমিল্লা ১০ ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল কাদের মনিরসহ অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ।
সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ছাড়ে যেসব আইটেম রয়েছে শিশু খাদ্য, বেভারেজ সামগ্রী, বেকারী সামগ্রী, ডেইরী সামগ্রী, গিফট এন্ড টয়েস, গৃহস্থালী পণ্য, প্যাকেটজাত খাবার, ফল এবং সবজি, গ্রোসারী পণ্য, হেলথ এন্ড বিউটি পণ্য, স্টেশনারী পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী ও ফলসামগ্রী, কাঁচাবাজার ও মাছ,মাংস এবং মুরগী।
বিজনেস বাংলাদেশ/ এ আর











