কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জরইন উওরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা বশির আহাম্মদের নেতৃত্বে মাদ্রাসার ছাত্র ও জরইন নুরে মদিনা সুন্নী যুব সংগঠনের উদ্দোগে একটি বিশাল জশনে জুলুছ শুক্রবার সকাল ৮টায় জরইন উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জরইন উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়।
জশনে জুলুছে উপস্থিত ছিলেন জরইন ওয়ার্ড আওয়ামীলীগ ও জরইন উওরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোঃ নেয়াজ আলী সর্দার, আল মদিনা এতিমখানার প্রতিষ্ঠাতা প্রফেসর মোঃ হোসাইন, হাজী আবদুল জলিল, হাজী মতিউর রহমান, ফয়েজ আহাম্মদ সরদার, জাহাঙ্গীর সরদার, তরিকত ফেডারেশনের আবদুল জব্বার সাহেব, শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন মাষ্টার, সুজন, শিবলু, এমদাদসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার




















