০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নতুন বাজার বস্তিতে আগুন, দু’জন দগ্ধ

রাজধানীর মিরপুরের কল্যাণপুর নতুন বাজার বস্তির আগুনে দু’জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সুমন নামে এক ব্যক্তি জানান, দগ্ধ আক্তারের বাড়ি পাবনা বেড়া উপজেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি নতুন বাজার বস্তি এলাকায় নান্নু মিয়ার ভাঙারি দোকানে কাজ করেন।

মিরপুরের ডেল্টা মেডিক্যালের অ্যাম্বুলেন্স চালক ওয়ালিউল্লাহ জানান, রাতে একটি রিকশাযোগে দগ্ধ দু’জনকে ডেল্টা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কুমিল্লায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নতুন বাজার বস্তিতে আগুন, দু’জন দগ্ধ

প্রকাশিত : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

রাজধানীর মিরপুরের কল্যাণপুর নতুন বাজার বস্তির আগুনে দু’জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)। এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সুমন নামে এক ব্যক্তি জানান, দগ্ধ আক্তারের বাড়ি পাবনা বেড়া উপজেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি নতুন বাজার বস্তি এলাকায় নান্নু মিয়ার ভাঙারি দোকানে কাজ করেন।

মিরপুরের ডেল্টা মেডিক্যালের অ্যাম্বুলেন্স চালক ওয়ালিউল্লাহ জানান, রাতে একটি রিকশাযোগে দগ্ধ দু’জনকে ডেল্টা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার