০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

গানটিতে অভিনয় করতে গিয়ে ন্যাচারাল কান্না চলে এসেছিল : শান্তা জাহান

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • 85

শান্তা জাহান

কথার পাখি শান্তা জাহান। টিভি ও স্টেজ অনুষ্ঠান উপস্থাপনা করে এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছেন। এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন নন্দিত এই উপস্থাপিকা । বর্তমান ব্যস্ততাসহ ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আজকের বিজনেস বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

বিজনেস বাংলাদেশ : সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খানের গাওয়া ‘একটা কথা হয়নি বলা’ শিরোনমের গানের সঙ্গে যুক্ত হলেন কিভাবে?
শান্তা জাহান: দিঠি আপা আমার প্রিয় একজন মানুষ, আর ইউসুফ আমার খুব ভালো একজন বন্ধু। দুজনের কারনে পাশাপাশি গানটির কথা, সুর ও গায়কী আমার কাছে অনেক ভালো লেগেছে। মিউজিক ভিডিওর থিমটিও সুন্দর আর এই ভালোলাগা থেকেই গানটির সঙ্গে সম্পৃক্ততা।

বিজনেস বাংলাদেশ : গানটি প্রকাশের পর কেমন সাড়া মিলছে?

শান্তা জাহান: ভালো। অনেকেই গানটি এবং আমার উপস্থিতির প্রশংসা করেছেন। গানটি বিরহের, বলতে পারেন মন খারাপের গান। গানটিতে অভিনয় করতে গিয়ে ন্যাচারাল কান্নায় চোখে জল চলে এসেছে। গানটি রাতারাতি ভাইরাল হওয়ার মতো গান নয়, ঠান্ডা মেজাজের গান, আমার বিশ্বাস আস্তে আস্তে গানটি জনপ্রিয় হবে। মানুষের হৃদয়ে দাগ কাটবে এবং গানটি দীর্ঘদিন বেঁচে থাকবে।

বিজনেস বাংলাদেশ : আরো গানে মডেল হওয়ার ইচ্ছে আছে?
শান্তা জাহান: আমার সঙ্গে যায়, আমার ভালো লাগার সঙ্গে মিলে গেলে অবশ্য গানে কাজ করবো।

বিজনেস বাংলাদেশ : ‘একটা কথা হয়নি বলা’ গানে’ আপনাকে ঠিকভাবে উপস্খাপন করেছে বলে আপনি মনে করেন?
শান্তা জাহান: চেষ্টা করেছে। আরোও একটু সময় নিয়ে কাজটি করলে গানটির ভিডিও আরো ভালো হতে পারতো। তবে আমি চেস্টা করেছি এরই মধ্যে আমার সবটুকু ঢেলে দিতে। কতটু পেরেছি দর্শক বিচার করবে।

বিজনেস বাংলাদেশ : নাটকেও তো আপনি অভিনয় করছেন, নতুন নাটক নিয়ে বলবেন?
শান্তা জাহান: নতুন দুটো নাচকে কাজ চুড়ান্ত করেছি জানুয়ারিতে শুটিং করবো। পরিচালকের নাম এখনি বলতে চাইনা। দুজন পরিচালকই খ্যাতিমান। কাজ শুরু হোক। সবাই জানবে।

বিজনেস বাংলাদেশ : অনেকদিন হল বিজ্ঞাপনে আপনাকে দেখা যায় না-
শান্তা জাহান: গত একবছর হল কোন বিজ্ঞাপনে কাজ করিনি, ভালো কাজও তেমন হচ্ছেনা। যাও অফার আসে পারিশ্রমিকের কথা শুনলে আর করতে ইচ্ছে করেনা। এ পর্যস্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী সহ খ্যাতিমান অনেক পরিচালকের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। এখন ভাল কাজের অপেক্ষায় আছি।

বিজনেস বাংলাদেশ : এবার উপস্খাপনার কথা বলেন?
শান্তা জাহান: উপস্খাপনা নিয়েই এখন অনেক ব্যস্ত। আরটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর উপস্থাপনা করছি। এছাড়া এটিএন বাংলায় নতুন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সোনালী লাইফ সোনালী জীবন’- নিয়মিত চলছে। একুশে টিভিতে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেরা নারীর সেরা রান্না’র উপস্থাপনার কাজ শুরু করতে যাচ্ছি।

বিজনেস বাংলাদেশ : আপনার প্রানবন্ত উপস্থাপনায় সবাই মুগ্ধ, কৌশল যদি বলতেন-
শান্তা জাহান: আমি কথা বলতে শুরু করলে চেষ্টা করি সাবলীলভাবে কথা বলতে। সাধারণ বাঙ্গালীর মতো সহজ-সরল ভাষায়, যা সবাই বুঝতে পারে। এটা কৌশল কি না জানিনা।

বিজনেস বাংলাদেশ : সিনেমাতে অভিনয় করার কথা ছিল আপনার-
শান্তা জাহান: হ্যা, দুই বাংলার যৌথ প্রযোজনায় একটি সিনেমায় কাজের কথা পাকা। এরই মধ্যে শুরু করারও কথা ছিল কিন্তু প্রযোজকদের সঙ্গে একটু কথার হের-ফের হয়েছে, তারা সিনেমাটি দুই বাংলার কথা বলে শুধু ভারতে কাজ হবে বলছে এজন্য মন সায় দিচ্ছে না। আগের দেশের মানুষ দেশে সিনেমায় কাজ করত চাই। তারপর বিদেশের সিনেমায়। এর আগেও তামিল সিনেমায় অভিনয়ের অফার ছিল ফিরিয়ে দিয়েছি। কারণ এখানে চুক্তিবদ্ধ হলে এক বছরে সিডিউল লাগবে, নানা কিছু ভেবে সেখানেও না করেছি।

বিজনেস বাংলাদেশ : দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছে আছে?
শান্তা জাহান: শাকিব খান এখন সুপারস্টার, তবুও তার সঙ্গে আমার অভিনয়ে ইচ্ছে নাই। তিনি ফুল কমার্শিয়াল সিনেমা করেন। আমি চাই আর্টফিল্ম টাইপের সিনেমায় কাজ করেত যেখানে ক্যারেক্টারই প্রধান, নিজেকে তুলে ধরার জায়গা থাকে।

বিজনেস বাংলাদেশ : আপনার জন্ম ও শৈশব কেটেছে কোথায়?
শান্তা জাহান: আমার জন্ম- শৈশব-পড়াশুনা সবই ঢাকায়, তবে আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, ডামুড্যা।

বিজনেস বাংলাদেশ : আপনাকে ধন্যবাদ বিজনেস বাংলাদেশকে সময় দেওয়ার জন্য-
শান্তা জাহান: আপনাদেরকেও ধন্যবাদ ।

বিজনেস বাংলাদেশ /বিএইচ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী

গানটিতে অভিনয় করতে গিয়ে ন্যাচারাল কান্না চলে এসেছিল : শান্তা জাহান

প্রকাশিত : ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

কথার পাখি শান্তা জাহান। টিভি ও স্টেজ অনুষ্ঠান উপস্থাপনা করে এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছেন। এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন নন্দিত এই উপস্থাপিকা । বর্তমান ব্যস্ততাসহ ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আজকের বিজনেস বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

বিজনেস বাংলাদেশ : সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খানের গাওয়া ‘একটা কথা হয়নি বলা’ শিরোনমের গানের সঙ্গে যুক্ত হলেন কিভাবে?
শান্তা জাহান: দিঠি আপা আমার প্রিয় একজন মানুষ, আর ইউসুফ আমার খুব ভালো একজন বন্ধু। দুজনের কারনে পাশাপাশি গানটির কথা, সুর ও গায়কী আমার কাছে অনেক ভালো লেগেছে। মিউজিক ভিডিওর থিমটিও সুন্দর আর এই ভালোলাগা থেকেই গানটির সঙ্গে সম্পৃক্ততা।

বিজনেস বাংলাদেশ : গানটি প্রকাশের পর কেমন সাড়া মিলছে?

শান্তা জাহান: ভালো। অনেকেই গানটি এবং আমার উপস্থিতির প্রশংসা করেছেন। গানটি বিরহের, বলতে পারেন মন খারাপের গান। গানটিতে অভিনয় করতে গিয়ে ন্যাচারাল কান্নায় চোখে জল চলে এসেছে। গানটি রাতারাতি ভাইরাল হওয়ার মতো গান নয়, ঠান্ডা মেজাজের গান, আমার বিশ্বাস আস্তে আস্তে গানটি জনপ্রিয় হবে। মানুষের হৃদয়ে দাগ কাটবে এবং গানটি দীর্ঘদিন বেঁচে থাকবে।

বিজনেস বাংলাদেশ : আরো গানে মডেল হওয়ার ইচ্ছে আছে?
শান্তা জাহান: আমার সঙ্গে যায়, আমার ভালো লাগার সঙ্গে মিলে গেলে অবশ্য গানে কাজ করবো।

বিজনেস বাংলাদেশ : ‘একটা কথা হয়নি বলা’ গানে’ আপনাকে ঠিকভাবে উপস্খাপন করেছে বলে আপনি মনে করেন?
শান্তা জাহান: চেষ্টা করেছে। আরোও একটু সময় নিয়ে কাজটি করলে গানটির ভিডিও আরো ভালো হতে পারতো। তবে আমি চেস্টা করেছি এরই মধ্যে আমার সবটুকু ঢেলে দিতে। কতটু পেরেছি দর্শক বিচার করবে।

বিজনেস বাংলাদেশ : নাটকেও তো আপনি অভিনয় করছেন, নতুন নাটক নিয়ে বলবেন?
শান্তা জাহান: নতুন দুটো নাচকে কাজ চুড়ান্ত করেছি জানুয়ারিতে শুটিং করবো। পরিচালকের নাম এখনি বলতে চাইনা। দুজন পরিচালকই খ্যাতিমান। কাজ শুরু হোক। সবাই জানবে।

বিজনেস বাংলাদেশ : অনেকদিন হল বিজ্ঞাপনে আপনাকে দেখা যায় না-
শান্তা জাহান: গত একবছর হল কোন বিজ্ঞাপনে কাজ করিনি, ভালো কাজও তেমন হচ্ছেনা। যাও অফার আসে পারিশ্রমিকের কথা শুনলে আর করতে ইচ্ছে করেনা। এ পর্যস্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী সহ খ্যাতিমান অনেক পরিচালকের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। এখন ভাল কাজের অপেক্ষায় আছি।

বিজনেস বাংলাদেশ : এবার উপস্খাপনার কথা বলেন?
শান্তা জাহান: উপস্খাপনা নিয়েই এখন অনেক ব্যস্ত। আরটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর উপস্থাপনা করছি। এছাড়া এটিএন বাংলায় নতুন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সোনালী লাইফ সোনালী জীবন’- নিয়মিত চলছে। একুশে টিভিতে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেরা নারীর সেরা রান্না’র উপস্থাপনার কাজ শুরু করতে যাচ্ছি।

বিজনেস বাংলাদেশ : আপনার প্রানবন্ত উপস্থাপনায় সবাই মুগ্ধ, কৌশল যদি বলতেন-
শান্তা জাহান: আমি কথা বলতে শুরু করলে চেষ্টা করি সাবলীলভাবে কথা বলতে। সাধারণ বাঙ্গালীর মতো সহজ-সরল ভাষায়, যা সবাই বুঝতে পারে। এটা কৌশল কি না জানিনা।

বিজনেস বাংলাদেশ : সিনেমাতে অভিনয় করার কথা ছিল আপনার-
শান্তা জাহান: হ্যা, দুই বাংলার যৌথ প্রযোজনায় একটি সিনেমায় কাজের কথা পাকা। এরই মধ্যে শুরু করারও কথা ছিল কিন্তু প্রযোজকদের সঙ্গে একটু কথার হের-ফের হয়েছে, তারা সিনেমাটি দুই বাংলার কথা বলে শুধু ভারতে কাজ হবে বলছে এজন্য মন সায় দিচ্ছে না। আগের দেশের মানুষ দেশে সিনেমায় কাজ করত চাই। তারপর বিদেশের সিনেমায়। এর আগেও তামিল সিনেমায় অভিনয়ের অফার ছিল ফিরিয়ে দিয়েছি। কারণ এখানে চুক্তিবদ্ধ হলে এক বছরে সিডিউল লাগবে, নানা কিছু ভেবে সেখানেও না করেছি।

বিজনেস বাংলাদেশ : দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছে আছে?
শান্তা জাহান: শাকিব খান এখন সুপারস্টার, তবুও তার সঙ্গে আমার অভিনয়ে ইচ্ছে নাই। তিনি ফুল কমার্শিয়াল সিনেমা করেন। আমি চাই আর্টফিল্ম টাইপের সিনেমায় কাজ করেত যেখানে ক্যারেক্টারই প্রধান, নিজেকে তুলে ধরার জায়গা থাকে।

বিজনেস বাংলাদেশ : আপনার জন্ম ও শৈশব কেটেছে কোথায়?
শান্তা জাহান: আমার জন্ম- শৈশব-পড়াশুনা সবই ঢাকায়, তবে আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, ডামুড্যা।

বিজনেস বাংলাদেশ : আপনাকে ধন্যবাদ বিজনেস বাংলাদেশকে সময় দেওয়ার জন্য-
শান্তা জাহান: আপনাদেরকেও ধন্যবাদ ।

বিজনেস বাংলাদেশ /বিএইচ