০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

মানুষকে সৌন্দর্যমন্ডিত করতে ডার্মাটোলোজিস্ট হয়েছি : ডাঃ আসমা তাসনীম খান

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • 138

বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি বিশ্বে চিকিৎসা সেবায়ও যুগান্তকারী পরিবর্তন হয়েছে। একই সাথে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লাদিয়ে আমাদের দেশের চিকিৎসা সেবায় অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের উন্নয়নশীল দেশে শিক্ষা লাভ করে দেশে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন যারা তাদের মধ্যে আলোচিত ডাঃ আসমা তাসনীম খান (ডার্মাটোলজিস্ট)।

ত্বকের রোগ ও সমস্যা সমাধানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক অনন্য উচ্চতায়। তরুণ, প্রতিভাবান, মিষ্টিভাষী, বন্ধুবাৎসল, সদালাপি এবং খোলামনের ডাঃ আসমা তাসনীম খান

চিকিৎসক সেবার কথা বলতে গিয়ে ডাঃ আসমা তাসনীম খান তুলে ধরলেন তার নিজস্ব ডাক্তারি পেশায় সংযুক্ত হবার আগের এবং পরের কিছু অভিজ্ঞতা সম্পর্কে। চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি যিনি পালন করেন তিনি হলেন একজন ডক্টর। কিন্তু, এই ডক্টর হবার পেছনে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, ত্যাগ-তিতিক্ষা এবং নিজের কাজের প্রতি তীব্র ইচ্ছাশক্তি।

ছোটবেলা থেকেই বাবা-মা’র স্বপ্ন ছিল যেন আমি একজন ডক্টর হতে পারি। কিন্তু, সেই ডক্টর হতে হলে যে একজন মানুষকে কতগুলো গন্ডি পেরুতে হয় সেই মূহূর্তে তা ছিল সম্পূর্ণ অজানা। একজন সফল চিকিৎসক হওয়ার পিছনে শুধু তার কষ্টই নয়, সেখানে থাকে তার পরিবারের অশেষ অবদান এবং প্রিয়জনদের তাকে ঘিরে স্বপ্ন।

এই স্বপ্ন বাস্তবায়নের পথে ২০০৯ সালে এম.বি.বি.এস. এবং ২০১১ সালে ইন্টানশিপ শেষ করা শুরু হল জীবনের মূল প্রতিযোগিতা। ইন্টানশিপ শেষ করে মনে হল এম.বি.বি.এস. পাশ করাই আমার শেষ লক্ষ্য নয়, পোস্ট গ্রাজুয়েশনও করতে হবে। সে লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগে আমি আমার প্রশিক্ষন শুরু করলাম, এরপর ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে ডাক্তারি পেশায় প্রতিষ্ঠিত করার জন্য। আবার সেই ব্যস্ততা এবং পড়াশুনার মধ্য দিয়ে শুরু হল পথচলা।

প্রতিটি ডক্টরেরই পারিবারিক জীবনকে পিছনে ফেলে অর্জন করতে হয় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী, আমিও তার ব্যতিক্রম নই। চর্ম রোগের ভেতরেই আসলে অনেকগুলো ভাগ রয়েছে। ছোট বেলা থেকেই নিজের যত্ন নেয়া ও নিজেকে ভালবাসার মধ্য দিয়ে এবং মানুষকে তার নিজস্ব সৌন্দর্যে সৌন্দর্যমন্ডিত করতে আমার ডার্মাটোলোজিস্ট হওয়া।

বিভিন্ন সিনিয়রদের সাথে এ্যাস্থেটিক মেডিসিন নিয়ে কাজ করতে গিয়ে আমার এর প্রতি আরো আগ্রহ বাড়তে থাকলো। এরপর মনে হল শুধু মাত্র কাজ করে হবেনা এর ওপরেও আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তাই আরো উচ্চতার ডিগ্রির জন্য চলে গেলাম আমেরিকাতে এবং সেখানে এ্যাস্থেটিক মেডিসিনের ওপরে American Academy of Aesthetic Medicine (AAAM) থেকে আরো একটি অফাধহপব পড়ঁৎংব করলাম। এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে নিজের হাত কে শক্ত করার জন্য আমেরিকা, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় এ্যাস্থেটিক ডার্মাটোলোজি বিষয়ে বেশ কিছু ট্রেনিং করেছি। আমার দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতার পর বর্তমানে আমি কর্মরত আছি European Wellness Villa Medica তে Consultant Dermatologist হিসেবে এবং আরো কর্মরত আছি সহকারী প্রফেসার হিসেবে নর্র্দান মেডিকেল। আমি একজন Skin, Sex & Anti-aging Specialist এবং Cosmetic Surgeon. American Academy of Aesthetic Dermatology এর একজন সদস্য।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

পরশুরামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনে আলোচনা, র‍্যালি ও পোনা অবমুক্ত

মানুষকে সৌন্দর্যমন্ডিত করতে ডার্মাটোলোজিস্ট হয়েছি : ডাঃ আসমা তাসনীম খান

প্রকাশিত : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি বিশ্বে চিকিৎসা সেবায়ও যুগান্তকারী পরিবর্তন হয়েছে। একই সাথে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লাদিয়ে আমাদের দেশের চিকিৎসা সেবায় অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের উন্নয়নশীল দেশে শিক্ষা লাভ করে দেশে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন যারা তাদের মধ্যে আলোচিত ডাঃ আসমা তাসনীম খান (ডার্মাটোলজিস্ট)।

ত্বকের রোগ ও সমস্যা সমাধানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক অনন্য উচ্চতায়। তরুণ, প্রতিভাবান, মিষ্টিভাষী, বন্ধুবাৎসল, সদালাপি এবং খোলামনের ডাঃ আসমা তাসনীম খান

চিকিৎসক সেবার কথা বলতে গিয়ে ডাঃ আসমা তাসনীম খান তুলে ধরলেন তার নিজস্ব ডাক্তারি পেশায় সংযুক্ত হবার আগের এবং পরের কিছু অভিজ্ঞতা সম্পর্কে। চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি যিনি পালন করেন তিনি হলেন একজন ডক্টর। কিন্তু, এই ডক্টর হবার পেছনে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, ত্যাগ-তিতিক্ষা এবং নিজের কাজের প্রতি তীব্র ইচ্ছাশক্তি।

ছোটবেলা থেকেই বাবা-মা’র স্বপ্ন ছিল যেন আমি একজন ডক্টর হতে পারি। কিন্তু, সেই ডক্টর হতে হলে যে একজন মানুষকে কতগুলো গন্ডি পেরুতে হয় সেই মূহূর্তে তা ছিল সম্পূর্ণ অজানা। একজন সফল চিকিৎসক হওয়ার পিছনে শুধু তার কষ্টই নয়, সেখানে থাকে তার পরিবারের অশেষ অবদান এবং প্রিয়জনদের তাকে ঘিরে স্বপ্ন।

এই স্বপ্ন বাস্তবায়নের পথে ২০০৯ সালে এম.বি.বি.এস. এবং ২০১১ সালে ইন্টানশিপ শেষ করা শুরু হল জীবনের মূল প্রতিযোগিতা। ইন্টানশিপ শেষ করে মনে হল এম.বি.বি.এস. পাশ করাই আমার শেষ লক্ষ্য নয়, পোস্ট গ্রাজুয়েশনও করতে হবে। সে লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন রোগ বিভাগে আমি আমার প্রশিক্ষন শুরু করলাম, এরপর ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে ডাক্তারি পেশায় প্রতিষ্ঠিত করার জন্য। আবার সেই ব্যস্ততা এবং পড়াশুনার মধ্য দিয়ে শুরু হল পথচলা।

প্রতিটি ডক্টরেরই পারিবারিক জীবনকে পিছনে ফেলে অর্জন করতে হয় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী, আমিও তার ব্যতিক্রম নই। চর্ম রোগের ভেতরেই আসলে অনেকগুলো ভাগ রয়েছে। ছোট বেলা থেকেই নিজের যত্ন নেয়া ও নিজেকে ভালবাসার মধ্য দিয়ে এবং মানুষকে তার নিজস্ব সৌন্দর্যে সৌন্দর্যমন্ডিত করতে আমার ডার্মাটোলোজিস্ট হওয়া।

বিভিন্ন সিনিয়রদের সাথে এ্যাস্থেটিক মেডিসিন নিয়ে কাজ করতে গিয়ে আমার এর প্রতি আরো আগ্রহ বাড়তে থাকলো। এরপর মনে হল শুধু মাত্র কাজ করে হবেনা এর ওপরেও আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তাই আরো উচ্চতার ডিগ্রির জন্য চলে গেলাম আমেরিকাতে এবং সেখানে এ্যাস্থেটিক মেডিসিনের ওপরে American Academy of Aesthetic Medicine (AAAM) থেকে আরো একটি অফাধহপব পড়ঁৎংব করলাম। এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে নিজের হাত কে শক্ত করার জন্য আমেরিকা, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় এ্যাস্থেটিক ডার্মাটোলোজি বিষয়ে বেশ কিছু ট্রেনিং করেছি। আমার দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতার পর বর্তমানে আমি কর্মরত আছি European Wellness Villa Medica তে Consultant Dermatologist হিসেবে এবং আরো কর্মরত আছি সহকারী প্রফেসার হিসেবে নর্র্দান মেডিকেল। আমি একজন Skin, Sex & Anti-aging Specialist এবং Cosmetic Surgeon. American Academy of Aesthetic Dermatology এর একজন সদস্য।

বিজনেস বাংলাদেশ/বিএইচ