রাজধানীর সবুজবাগ এলাকায় একটি টিনশেট বাসা থেকে ফ্যানের সঙ্গে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার এসআই রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সবুজবাগের আহমেদবাগ কমিউনিটি সেন্টারের পাশে একটি টিনশেট বাসা থেকে মা স্বান্তনা (২৫) ও মেয়ে মাহফুজার (২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মা ও মেয়ের লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, তবে এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি।


























